হেমতাবাদে এক অঙনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বুধবার হেমতাবাদ ব্লকের দেহুচি কোড়াপাড়া ডেহুচি কোড়াপাড়া এলাকায় অঙ্গনওয়ারী কেন্দ্রে দেওয়া হচ্ছে সাদা ভাত৷ প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের দিদিমণি ও সহায়িকাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি দীর্ঘদিন ধরে এই অনিয়ম করে আসছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। কোনোদিন সাদাভাত, কোনোদিন সিদ্ধ ডিম, ভাত দেন বলে অভিযোগ। এদিন দিদিমণি ও সহায়িকা আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।