বসিরহাট ২: কাটিয়ারবাগ এলাকায় বাইক ও চারচাকা গাড়ির দুর্ঘটনা, চাঞ্চল্য এলাকায়
ঘটনাটি সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের কাটিয়ারবাগ এলাকার ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ফজরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। এই ঘটনায় আহত হয়ে পড়েন বাইক আরোহী সহ মোট চারজন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাটিয়া থানার পুলিশ।