ভাতার: ভাতার থানার পুলিশের বড়সড়ো সফলতা ভাতার বাজারে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার পুলিশ
ভাতার থানার পুলিশের বড়সড়ো সফলতা ভাতার বাজারে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল পুলিশ। বুধবার ফোন হাতে পেয়ে ফোনের মালিক অসংখ্য ধন্যবাদ জানালেন ভাতার থানার পুলিশকে।