নাকাশিপাড়া: পড়াশোনা নিয়ে মায়ের বকুনিতে আত্মঘাতী নাবালিকা মেয়ে বেথুয়াডহরী সত্যপুরে দেহ ময়না তদন্তে গেল
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার নাকাশিপাড়া বেথুয়াডহরীর সত্যপুরে। ইন্দু মন্ডল নামে আনুমানিক বছর ১১ এর এক নাবালিকা গলায় ওড়নার ফাস দিয়ে শোবার ঘরে বাশের আড়ার সাথে ঝুলে পড়ে। সূত্রে জানা যায় তার মা তাকে পড়াশুনা নিয়ে বকাবকি করেন। এরপর অভিমানে গলায় ওড়নার ফাস দিয়ে ঝুলে পড়ে। তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সেই মৃত দেহ শক্তিনগর মোড়কে পাঠানো হল ময়নাতদন্তের জ