বসিরহাট ২: মাটিয়া বসিরহাট উত্তরের ওয়ার রুমে 'SIR' কর্মসূচী পর্যালোচনা
উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া বসিরহাট উত্তর বিধানসভার ওয়ার রুমে (WAR ROOM) সম্প্রতি 'SIR' সংক্রান্ত বিষয়ে দলীয় কর্মসূচী পর্যালোচনা ও উৎসাহ প্রদানমূলক বৈঠক অনুষ্ঠিত হয় আজ সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ। এলাকার সক্রিয়তা বজায় রাখতে রোজকার মতো এই বৈঠকেও সংশ্লিষ্ট অঞ্চলের বুথ লেভেল এজেন্ট ২ (BLA 2) দের উৎসাহ প্রদান এবং তাদের কর্মসুচী খতিয়ে দেখা হয়। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষ এটিএম আব্দুল্লাহ এবং বসিরহাট ২ ব্লক তৃণমূল কংগ্রেসে