হুড়া: বাংলার ভোট রক্ষা শিবির মাগুড়িয়া ১৭ নং সংসদে শিবির করল মাগুড়িয়া লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস
Hura, Purulia | Nov 6, 2025 বাংলার ভোট রক্ষা শিবির তৃণমূলের।হুড়া ব্লকের মাগুড়িয়া লালপুর অঞ্চলের মাগুড়িয়া ১৭ নং সংসদে শিবির করল মাগুড়িয়া লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে পাঁচ টা পর্যন্ত চলে শিবির।S.I.R নিয়ে সাধারন মানুষ যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে সেই নিয়েই শিবির বলে জানান তৃণমূল নেতৃত্বরা।এইদিনের শিবিরে উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাত, মাগুড়িয়া লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নটবর মাহাত সহ অঞ্চলের অন্যান্য