নাকাশিপাড়া: চিচুড়িয়া বালক সঙ্ঘের নবমী পুজোয় মঞ্চস্থ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যাভিনয়
চিচুড়িয়া বালক সঙ্ঘের পূজো এ বছর অষ্টম বর্ষ পদার্পণ করল। পূজোর বাজেট তিন লক্ষাধিক। পূজোয় রাজ্য সরকার অনুদান এক লক্ষ দশ হাজার টাকা অনুদান পেয়েছেন। অংকনগত প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় বালক সংঘেরনবমীর রাত্রিতে এলাকার মহিলাদের দ্বারা পরিচালিতএকটি নাট্যি অনুষ্ঠান হয়। গত বছর বিসর্জনের শোভাযাত্রায় এই ক্লাবটি শান্তি-শৃঙ্খলায় দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হন।