হেমতাবাদ সদর এলাকায় বিকল বিভিন্ন পথ বাতি, প্রতিবাদে গণ সাক্ষর নিয়ে বিডিওর দ্বারস্থ কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ সদর এলাকায় ব্যবসায়ী ও পথ চলতি মানুষদের গণ সাক্ষর গ্রহণের পর দাবি পত্রটি বিডিওর দপ্তরে জমা দেওয়া হয়। পাশাপাশি অবিলম্বে হেমতাবাদ সদর এলাকার বিভিন্ন আলোবাতি গুলি জালিয়ে দেওয়ার দাবি জানানো হয়। ব্লক কংগ্রেস সভাপতি তাজিমুদ্দিন তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।