নাকাশিপাড়া: বেথুয়াডহরীতে একটি জায়গায় পঞ্চায়েতে পারমিশন না নিয়ে প্রাচীর ঘেরা হচ্ছিল  তাই কাজ স্থগিত করল পঞ্চায়েত
ঘটনাটি নাকাশিপাড়ার বেথুয়াডহরী ১২ নম্বর জাতীয় সড়কের পাশে বেথুয়াডহরিতে। একটি বাড়িতে প্রাচীর দেওয়া হচ্ছিল যেখানে পঞ্চায়েতের কোন পারমিশন ছিল না। খবর দেয়া হয় বেথুয়া ডহরি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান মৌমিতা বিশ্বাস সাহাকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। এবং  পারমিশন পেপার দেখতে চান। কিন্তু দেখাতে না পারায় তিনি সে কাজটি স্থগিত করেন এবং এবং নির্দেশ দেন পরবর্তীতে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিয়ে তবেই প্রাচীর ঘেরার পরামর্শ দেন।