কাশীপুর: কাশীপুর থানা সার্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে শাড়ি,কম্বল বিতরন ও মেধাবীদের সংবর্ধনা, উপস্থিত কো-মেন্টর, SDPO ও O.C
নরনায়ান সেবা সহ দু:স্থদের শাড়ি,কম্বল বিতরন ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে কৃতিদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান কাশীপুর থানায়।বুধবার দুপুর দেড়টার সময় কাশীপুর থানা সার্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে পাঁচ শতাধিক এলাকার মানুষদের শাড়ি ও কম্বল বিতরন করা হয়।এছাড়াও এইদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেধাবী ১৬ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়।উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাত, রঘুনাথপুর SDPO রোহেদ শেখ,ওসি শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃত্ব।