নাকাশিপাড়া: বেথুয়াডহরি বুধবার হাট তলায় দেবজ্যোতি চ্যাটার্জির বাড়িতে একটি ঘরচিতি সাপ বা চিতিবোড়া উদ্ধার
ঘটনাটি নাকাশিপাড়া বেথুয়া ডহরি বুধবার হাটতলা দেবজ্যোতি চ্যাটার্জির বাড়িতে একটি ঘরগিন্নি সাপ, ঘরচিতি সাপ বা চিতিবোড়া সাপ দেখা যায়। সাপটি দেখে তার আতঙ্কিত হয়ে পড়েন তারপরে খবর দেন বেথুয়া ডহরি বনদপ্তরে। বেথুয়াডহরি বনদপ্তর নাকাশি পাড়ার এই মুহূর্তে দক্ষ স্নেক রেসকিউরয়ার দীপঙ্কর চক্রবর্তীকে খবর দেন দীপঙ্কর চক্রবর্তী তৎক্ষণাৎ সেই বাড়িতে ছুটে যান এবং সাপটিকে উদ্ধার করে তাদেরকে আতঙ্ক মুক্ত করেন।