কাশীপুর: রামপুর,ইন্দ্রবীল গৌরাঙ্গডি এলাকার বিভিন্ন পুজো মন্ডপে আদিবাসীদের দাঁশাই ও ভূয়াং নাচ দেখা গেল
দুর্গাপূজার সময় দাঁশাই ও ভূয়াং নাচের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা মেতে থাকেন।কাশীপুর থানা এলাকার বিভিন্ন মন্ডলে আদিবাসীদের এই নৃত্য দেখা গেল।মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় রামপুর,ইন্দ্রবীল, গৌরাঙ্গডি দুর্গাপূজা মন্ডপে আদিবাসী মানুষজনদের নৃত্য দাঁশাই ও ভূয়াং নাচ দেখা গেল।তাদের বক্তব্য দুর্গাপূজার সময় আমরা মন্ডপে এবং গ্রামে গ্রামে দাঁসাই ও ভূয়াং নাচ করে থাকি।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল