নাকাশিপাড়া: বেথুয়াডহরি হাসপাতাল পাড়ার সার্বজনীন পুজোর প্রতিমা বিসর্জনমাঠপাড়া পুষ্করিণীতে
বেথুয়াডহরি হাসপাতাল পাড়া সার্বজনীন দূর্গা পূজার তৃতীয় বর্ষ পুজো সমাপ্ত হল। এ বছর তাদের পুজোর বাজেট ১ লক্ষ ৬০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের অনুদানের টাকা তারা এ বছর পাননি ।আবেদন জানিয়েছেন সেই পুজোর প্রতিমা বিসর্জন হল বেথুয়া ডহরি পশ্চিম জগদানন্দপুর মাঠপাড়ায় পুষ্করিণীতে। এ প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক নির্মল কর্মকার কি বললেন তার মুখ থেকে শুনুন।