গোপীবল্লভপুর ২: গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রামপঞ্চায়েতের গঙ্গাবাঁধে জয় জোহার মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক
গোপীবল্লভপুর ২ ব্লকের জয় জোহার মেলার দ্বিতীয় দিনে হল তীরন্দাজ প্রতিযোগিতা ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের কর্মসূচি উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ২ পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ টিংকু পাল,প্রধান শঙ্কর প্রসাদ দে প্রমুখ। এদিন বিধায়ক উপস্থিত থেকে তীরন্দাজ প্রতিযোগিতা উপভোগ করেন। ব্লকের ওই জয় জোহার মেলা চলবে আগামী কাল পর্যন্ত।