দুই ব্যক্তির মধ্যে মারপিটের ঘটনায় হেমতাবাদের বাঙালবাড়ি মোড় থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম বিমল টুডু ৩২, বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি এলাকায় অপর ব্যক্তির নাম মহম্মদ মুসলিম ৩০, বাড়ি হেমতাবাদের রণহট্টা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ওই দুই ব্যক্তির মধ্যে বাক বিতন্ডা থেকে মারপিটের সৃষ্টি হয় এরপর পুলিশ গিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করলেও তা মেট