গোপীবল্লভপুর ২: এসআইআর এর ফর্ম ফিলাপে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রামপঞ্চায়েতের প্রধান
শেষ মুহূর্তে এসআইআর এর ফর্ম ফিলাপে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে। বৃহস্পতিবার শঙ্কর প্রসাদ দে তার গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় গিয়ে এন্যুমারেশন ফর্ম ফিলাপের শেষ মুহূর্তের খোঁজখবর নেন। প্রতিটি মানুষকে ফর্ম নির্দিষ্ট সময়ে জমা দিতে বলেন।যাতে কোন যোগ্য ভোটার তালিকা থেকে না বাদ পড়েন।