ভাতার: ক্যালেন ব্রিজ পেরোতে গিয়ে হঠাৎ ইঞ্জিনের বড় টায়ার খুলে গেল ট্রাক্টরের,ঘটনায় আহত চালক, ঘটনাটি ঘটেছে ভাতারের মুরাতিপুরে
ক্যালেন ব্রিজ পেরোতে গিয়ে হঠাৎ ইঞ্জিনের বড় টায়ার খুলে গেল একটি ট্রাক্টরের ঘটনায় আহত চালক ঘটনাটি ঘটেছে ভাতারের মুরাতিপুরে সোমবার পাঁচটা চল্লিশ মিনিটে। নতুনহাট থেকে একটি ধান বোঝাই ট্রাক্টর বাদশাহী রোড ধরে আসছিল। মুরাতিপুরে ক্যালেন ব্রিজ বেরোতে গিয়ে ট্রাক্টরের ইঞ্জিনের বড় টায়ার হঠাৎ করে খুলে যায়, ড্রাইভার আতঙ্কিত হয়ে গাড়ি থেকে ঝাঁপ দেয়। তিনি আহত হন ।