আগামী বিধানসভা নির্বাচন কে লক্ষ্য করে গোপীবল্লভপুর-২নং ব্লকের পেটবিন্ধি-৭ নং অঞ্চলের বাঘুয়াশোল,পানুয়া, বেলিয়াবেড়া-৫নং অঞ্চলের রামপুরা,তপশিয়া-৩নং অঞ্চলের মহুলি,নোটা-১নং অঞ্চলের একুড় বুথের বুথ কমিটির নেতৃত্বদের নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো ৷ উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র,অঞ্চল সভাপতি সহ ব্লক নেতৃত্ব৷