কাশীপুর: কাশীপুর সেবাব্রতী সংঘের মাঠে আয়োজিত কালী পুজোয় ব্যাপক উন্মাদনা ভক্তদের মধ্যেও
কালীপূজায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কাশীপুরে।বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠান।এইদিন রাত্রী সাড়ে ১০ টা পর্যন্ত চলে অনুষ্ঠান।কাশীপুর ব্লকের কাশীপুর সেবাব্রতী সংঘের মাঠে কালী পূজায় ব্যাপক উন্মাদনা ছিল ভক্তদের।এইদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের সদস্য স্বপন বেলথরিয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।