মেখলিগঞ্জ: SIR আতঙ্কে দেশে ফিরতে গিয়ে ধরা! শিশু সহ মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশী দম্পতি
শিশু সহ বাংলাদেশী দম্পতি গ্রেফতার। রবিবার রাতে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের জালিয়াটারি মোড় এলাকা থেকে পুলিশ, শিশু সহ বাংলাদেশী এক দম্পতিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে অনুযায়ী জানা যায়, বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে কয়েকজন মাস আগে। ভারতের ব্যাঙ্গালোরে কাজ করতেন তারা। একদিকে SIR এ ধড়পাকড়ের আতঙ্ক অন্যদিকে ঠিকমতো কাজের টাকা পেতেন না। ফলে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তারা মেখলিগঞ্জে ব্লকের জালিটারিতে আসে।