আউশগ্রাম ১: ছট পুজোর আগে গুসকরার শিব বাগান এলাকায় কুনুর নদীর ঘাট পরিদর্শন করল পুলিশ প্রশাসন, উপস্থিত জেলা পুলিশের DSP D&T
ছট পুজোর আগে বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ গুসকরার শিব বাগান এলাকায় কুনুর নদীর ঘাট পরিদর্শন করল পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি ডিঅ্যান্ডটি সুব্রত মন্ডল, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান বেলী বেগম, আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী, গুসকরা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস সহ অনান্যরা। স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ৩, ১২,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড এলাকায় হিন্দিভাষী মানুষের বসবাস রয়েছে।