নাকাশিপাড়া: বিসর্জনের রাতে বেথুয়াডহরি এলাকায় মারামারি কান্ডে এক অভিযুক্তকে বেথুয়াডহরি থেকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ
ঘটনাটি ঘটেছে নাকাশীপাড়া বেথুয়াডহরী বুধবার হাট তলায়। গতকাল বৃহস্পতিবার রাত্রে প্রতিমা বিসর্জনের সময়। পুরনো বিবাদকে কেন্দ্র করে বেথুয়াডহরী এক নম্বর পঞ্চায়েতের প্রধানের স্বামী মিন্টু সাহা কে মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। এর ফলে তিনি গুরুতর আহত হন। তাকে বেথুয়া ডহরী হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কা জনক হয়। সেখান থেকে শক্তিনগর স্থানান্তরিত করে চিকিৎসক। সূত্রে জানা যায় অভিযুক্তদের সকলের বাড়ি বেথুয়াডহরি মাতঙ্গীনী স্কুল পাড়ায়।