পাত্রসায়র: বাঁকুড়ার পাত্রসায়েরে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল মা ও ছেলের, পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে, এলাকায় শোকের ছায়া
বাঁকুড়ার পাত্রসায়েরে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল মা ও ছেলের। রবিবার দুপুরে রসুলপুরে পাত্রসায়ের-বর্ধমান সড়কে দ্রুতগতির একটি লরি পিছন দিক থেকে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান তুহিনা বেগম (৩৮) ও তাঁর ১০ বছরের ছেলে শেখ নাজিরুদ্দিন। বাইকটি চালাচ্ছিলেন তেলুর গ্রামের সেখ আজিজুর রহমান। ধাক্কায় তিনজনই ছিটকে পড়লে আজিজুর গুরুতর জখম হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘাতক লরি আটক করেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।