নাকাশিপাড়া: বেথুয়াডহরি বুধবারই হাটতলায় বিশাল আকৃতির কালাচ সাপ উদ্ধার রেসকিউয়ার দীপঙ্করের
ঘটনাটি ঘটেছে বেথুয়াডহরি বুধবার হাট তলায় বাপি চন্দ্রের বাড়িতে একটি দীর্ঘ বিশাল আকৃতির কালাচ সাপ উদ্ধার করল বেথুয়াডহরি বনদপ্তর । বনদপ্তরে খবর যায় যে বাপি চন্দ্রের বাড়িতে একটি সাপ রয়েছে। এরপর বনদপ্তর রেসকিউয়ার দীপঙ্কর চক্রবর্তীকে খবর দেন ।দীপঙ্কর চক্রবর্তীর তৎক্ষণাৎ শেষ তলে পৌঁছে যান এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।