সোমবার সন্ধ্যায় হেমতাবাদ সদর এলাকায় অনুষ্ঠিত হল CPI (M) এর বাংলা বাঁচাও যাত্রা। এদিন একটি প্রকাশ্য সভা করার পাশাপাশি মিছিল করাহয়। এই মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। যেখানে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য বাম নেতৃত্ব রা। এদিনের কর্মসূচি থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন উপস্থিত নেতৃত্ব রা।