আদিবাসী মানুষদের সাথে নাচের তালে পা মেলালেন কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সরলা মাহাত।রবিবার রাত্রী সাড়ে আটটার সময় কাশীপুর থানার সিমলা গ্রামে আদিবাসী মানুষদের বাঁন্দনা পরব উপলক্ষ্যে মহিলাদের সাথে নৃত্য করলেন তৃণমূল নেত্রী। এইদিন গ্রামবাসীদের সঙ্গে নাচ ও গানে অংশগ্রহণ করেন তৃণমূল নেত্রী সরলা মাহাত।তিনি বলেন আদিবাসীদের সংস্কৃতি ধরে রাখতে এই ভাবেই সকলের অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা আছে।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল