কমলপুর: ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ২৩ তম কমলপুর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত
ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ২৩ তম কমলপুর মহকুমা সম্মেলন আজ দুপুরে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো কমলপুর সমন্বয়ে ভবনে। নানা কর্মসূচি, নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান ছিল উৎসাহ ও ঐক্যের মেলবন্ধন।