ছোটমোল্লা খালি GP এলাকার এক যুবতী গত ৪ঠা জানুয়ারি অভিযোগ করে সুন্দরবন কোস্টাল থানায় মতেহার সাঁফুই নামে জীবনতলার কালিকাতলার এক যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সাথে একাধিকবার সহবাস করেছে কিন্তু বর্তমানে সে বিয়ে করতে রাজি হচ্ছে না। সেই অভিযোগ পেয়ে সুন্দরবন কোস্টাল থানা পুলিশ রবিবার দিন গভীর রাতে অভিযুক্ত যুবককে কালিকাতলা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে সোমবার বিকেলে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের ৪ দিনের PC র নির্দেশ দিয়েছেন সোমবার সন্ধ্যায়।