নাকাশিপাড়া: বঙ্গীয় যাদব সমিতি নাকাশিপাড়া ও নাকাশিপাড়া দুগ্দ ও ছানা ব্যবসায়ী সমিতির সহায়তা শিবির বেথুয়াডহরিতে
বঙ্গীয় যাদব সমিতি নাকাশিপাড়া ও নাকাশিপাড়া দুগ্ধ ও ছানা ব্যবসায়ী সমিতির দুর্গা পুজো উপলক্ষে সহায়তা শিবির অনুষ্ঠিত হল । এই সহায়তা শিবিরে দইয়ের লস্যি পান করানো হলো ১৫ হাজার মানুষের মধ্যেএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কনিষ্ক চট্টোপাধ্যায় নাকাশী পাড়া থানার আইসি শ্রী বিশ্বজিৎ ঘোষ। নাকাশিপাড়া থানার এসআই নিখিল ঘোষ এবং নদীয়া জেলার সভাপতি শ্রী জ্যোতির্ময় ঘোষ। বেথুয়াডহরিবেথুয়াডরি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক পরিমল ঘোষ।