কমলপুর: প্রায় বিশ লক্ষ টাকার গাঁজা আটক করে কমলপুর থানার পুলিশ শ্রীরামপুর নাকা পয়েন্ট থেকে
প্রায় বিশ লক্ষ টাকার গাঁজা আটক করে কমলপুর থানার পুলিশ শ্রীরামপুর নাকা পয়েন্ট থেকে। আজ সন্ধ্যায় কমলপুরের শ্রীরামপুর নাকা পয়েন্টে ৩৮ কেজি শুকনো গাজ আটক করেন পুলিশ । ২০৮ নং জাতীয় সড়কের আগরতলার দিক থেকে কমলপুরে আসার পথে নাকা পয়েন্টে পুলিশ গাড়িটিকে থামার জন্য সিগনাল দিলে গাড়ি চালক গাড়িটিকে দ্রুতগতিতে চালিয়ে কিছুটা দূরে গিয়ে গাড়ি ফেলে চালক ও সাথে থাকা আরেকজন পালিয়ে যায়।