বসিরহাট ২: আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প অনুষ্ঠিত হলো বয়ড়াগাছি এলাকায় , পরিদর্শনে বিধায়ক
রাজ্য জুড়ে চলছে *আমাদের পাড়া আমাদের সমাধান* প্রকল্প । এই প্রকল্পে মুখ্যমন্ত্রী 10 লক্ষ করে টাকা দেবেন প্রতিটা এলাকায় ।এলাকার মানুষ নিজেরা আলোচনা করে নিজেদের সমস্যা ওই টাকা দিয়ে নিজেরাই মেটাবেন। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প শুরু হল উত্তর 24 পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের বয়ড়াগাছি এলাকায় । সাধারণ মানুষকে পরিসেবা দেওয়া হচ্ছে কিনা তারই তদন্তে আজ শুক্রবার সকাল ১১টা নাগাদ পরিদর্শনে আসেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলাম, বস