নাকাশিপাড়া: খেলাঘর ক্লাবের অষ্টম বর্ষ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন নাকাশীপাড়া থানার আইসি
নাকাশীপাড়া বেথুয়া ডহরি ঐতিহ্যমন্ডিত স্টেশনপাড়া খেলাঘর ক্লাবের এ বছর অষ্টম বর্ষ জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এই পুজোর শুভ উদ্বোধন করলেন নাকাশীপাড়া থানার আইসি শ্রী বিশ্বজিৎ ঘোষ এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন নাকাশীপাড়া থানার এএসআই নিখিল ঘোষ। ফিতে কেটে দীপ প্রজ্বলনের মাধ্যমে এবং পুষ্প প্রদানের মাধ্যমে পুজোর শুভ উদ্বোধন করেন নাকাশীপাড়া থানার আইসি।