গোপীবল্লভপুর ২: ঝাড়গ্রাম থানার চন্দ্রী মোড় এলাকায় দ্রুতগতির স্করপিও গাড়ির সাথে সংঘর্ষ বাইক আরোহীর,মৃত্যু হল ২ জন বাইক আরোহীর
জাতীয় সড়কের উপর বাইকের সঙ্গে চার চাকার সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ গেল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া নতুনডিহি গ্রামের দুজন বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের উপর ঝাড়গ্রাম থানার চন্দ্রি এলাকায়। জানা গিয়েছে, একটি স্করপিও গাড়ি লোধাশুলির দিক থেকে ফেঁকোর দিকে আসছিল।সেই সময় বাইকে করে রাস্তা পার হচ্ছিলেন বেলিয়াবেড়ার নতুনডিহি গ্রামের বিমল সিং ও অমিত সিং। দ্রুতগতির স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী দুজনকে ধাক্কা মারে।