কাশীপুর: নদীর বালি দিয়ে দীঘার মন্দিরের আদলে তৈরি হচ্ছে সোনাথলী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পেন্ডেল
পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের সোনাথলী সার্বজনীন দুর্গাপুজো এবার এক অনন্য রূপে সেজে উঠছে। মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা—সবকিছুই তৈরি হচ্ছে নদীর বালি দিয়ে, যা এবার এই পুজোর মূল আকর্ষণ হতে চলেছে। পরিবেশবান্ধব এই ভাবনা শুধু শিল্পসৌন্দর্যই নয়, সচেতনতার বার্তাও বহন করছে। পাশাপাশি সোনাথলী সার্বজনীন দুর্গাপুজোর এবছর মণ্ডপ নির্মাণে বিশেষ থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরকে। ঐতিহ্য আর আধুনিক চিন্তার মেলবন্ধনে এবার এই পুজো দর্শনার্থীদের কাছে এক নতুন