কেতুগ্রাম ২: দুর্গাপুজো নিয়ে সমন্বয় বৈঠক করা হল কেতুগ্রামের রবীন্দ্র মঞ্চে, উপস্থিত MLA ও SDPO
দুর্গাপুজো নিয়ে সমন্বয় বৈঠক করা হল কেতুগ্রামের রবীন্দ্র মঞ্চে। মঙ্গলবার আনুমানিক দুপুর তিনটে থেকে শুরু হওয়া এই বৈঠক চলে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ, কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রী, কেতুগ্রাম থানার আইসি পার্থসারথি মুখোপাধ্যায় সহ অনান্যরা। জানা গিয়েছে, অনলাইনে পুজোর অনুমতি সহ পুজোর নানাবিধ দিক তুলে ধরে এদিন আলোচনা করা হয়। পুজো উদ্যোক্তাদের এব্যাপারে যথাযোগ্য পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা।