হুরুয়া শিবনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালা বস্তির দীর্ঘদিনের একটি রাস্তার সমস্যা ছিল। মঙ্গলবার তা সমাধান করা হয়। উপস্থিত ছিলেন কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা,বিশিষ্ট সমাজসেবী কাজল দাস,বিশিষ্ট সমাজসেবী বিকাশ চন্দ্রনাথ মহাশয় এবং এলাকার পঞ্চায়েতসহ নেতৃবৃন্দ।