নাকাশিপাড়া: বীরপুর মোরে কয়েকজন অশ্লীল ও নোংরা ভাষা ব্যবহার করায় তাদের মধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠালো
গত 16.09.2025 তারিখে, গোপন সূত্রে পান যে কিছু লোক বীরপুর মোরে তিনজন বীরপুর মোরে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। তখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যান এবং দেখতে পান যে ঐ ব্যক্তিরা অশ্লীল এবং নোংরা ভাষা ব্যবহার করছে জনসাধারণের মধ্যে। পুলিশ এই কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করেন তারা কোনও প্রকার কর্নপাত করে নি।