মন্তেশ্বর: বাঘাসন অঞ্চলের ফুলগ্রামের মোড়ে বড় গ্যাসগাড়ির সাথে টোটোর এক্সিডেন্টে, আহত-৪ জন
মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের অন্তর্গত নবগ্রাম থেকেমঙ্গলবার বিকেলে টোটো করে চন্দ্রপুরে জামাকাপড় কেনার উদ্দেশ্যে আসেন -৫ জন! ওই টোটো করে, চন্দ্রপুর থেকে জামাকাপড় কিনে, নবগ্রামের দিকে যাওয়ার সময়, পিছন দিক থেকে একটি বড় গ্যাস গাড়ি সাইড থেকে ধাক্কা মারে, ফলে টোটো টি উল্টিয়ে যায় এবং ৪জন গুরুতর আহত হয়।