বজবজ ২: আবাসের ঘর তৈরি নিয়ে বিবাদ! বজবজে কাকার হাতে 'খুন' ভাইপো পুলিশ কাকা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে।
ঘর তৈরি করার জায়গা নিয়ে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে! শনিবার ছাদ ঢালাইকে কেন্দ্র করে কাকা-ভাইপোর পরিবারের মধ্যে বিবাদ আরও বাড়ে বলে অভিযোগ। সেই ঘটনার সূত্র ধরে কাকার হাতে ভাইপো 'খুন' হলেন। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজের জামালপুরে। মৃতের নাম দেবাশিস খাঁ (৩৬)। অভিযুক্ত কাকা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।