হুড়া: আমলাতোড়া গ্রাম এলাকা থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে বালি ভর্তি ট্রাক্টর আটক,চালক পলাতক
Hura, Purulia | Sep 27, 2025 অবৈধভাবে বালি পাচারের অভিযোগে বালি বোঝাই ট্রাক্টর আটক হুড়া থানা এলাকায়। শনিবার বিকাল ৫টা নাগাদ, একটি বালি বোঝাই ট্রাক্টর করণডি গ্রামের দিক থেকে আমলাতোড়ার দিকে যাওয়ার পথে আমলাতোড়া গ্রামের অদূরে পুলিশ ট্রাক্টরটিকে আটক করে। তবে চালক পলাতক। বালি তোলার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র ওই ট্রাক্টরটির কাছে ছিল না বলে অভিযোগ পুলিশের৷ অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, বলে এইদিন হুড়া থানার সূত্রে জানা যায়।