হুড়া: জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে কুলগোড়া গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ,আহত হয়ে হাসপাতালে ভর্তি দুপক্ষের ২ ব্যক্তি
Hura, Purulia | Dec 25, 2025 জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দু'পক্ষের দু'জন ব্যক্তি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুড়া থানার কুলগোড়া এলাকায়। জানা যায়, কুলগোড়া গ্রামের বাসিন্দা যুধিষ্ঠির মাহাত ও দীপক মাহাতর মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে। এর জেরে বৃহস্পতিবার বিকাল ৪ নাগাদ সংঘর্ষে জড়ায় দুটি পরিবার। সংঘর্ষে জখম যুধিষ্ঠির মাহাতর স্ত্রী অলকা মাহাত বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অন্য পক্ষের জখম দীপক