গতকাল কেন্দুয়া এলাকায় স্থানীয় দুই যুবকপ্রতিবেশী উপর আক্রমণ করে |আক্রমণকারী ও যুবকরা একটি মারুতি গাড়িতে করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধরক মারধর করে | অসুস্থ অবস্থায় সে এখন বসিরহাট বদরতলা হাসপাতালে চিকিৎসাধীন | অভিযোগের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে |আজ শনিবার দুপুর দুটো নাগাদ অভিযুক্ত ওই দুই যুবককে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় |