গোপীবল্লভপুর ২: গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পেটবিন্ধির গঙ্গাবাঁধে শুরু হল তিন দিনের জয় জোহার মেলা
সারা রাজ্যের ১০২ টি ব্লকের পাশাপাশি শনিবার গোপীবল্লভপুর ২ ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুরু হল তিন দিনের জয় জোহার মেলা।পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের গঙ্গা বাঁধে শুরু হয়েছে এই কর্মসূচি।এদিন প্রথমে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে জয় জোহার মেলা শুরু হয়। আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার জন্য তিন দিন ধরে চলবে এই মেলা। উপস্থিত ছিলেন বিডিও রাহুল বিশ্বাস,ওসি নীলু মন্ডল,পূর্তা কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল