নাকাশিপাড়া: পাটুলি ঘাট  এলাকায় ঝামেলা সৃষ্টি ও শান্তি বিঘ্নিত করার অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ
ঘটনাটা নাকাশিপাড়া পাটুলি ঘাট  এলাকায়। আজ ঐ এলাকায় একদল মানুষ নিজেদের মধ্যে ঝামেলা ও গালিগালাজ করে। যা এলাকারমানুষের উপর প্রভাব ফেলে। খবর পেয়ে নাকাশিপাড়া পুলিশ সেখানে পৌঁছে এই কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করেন এবং তার নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে কিন্তু সে কোনও কিছু প্রকাশ করেনি। অন্য কোনও বিকল্প উপায় না পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে পাঠালো নাকাশিপাড়া পুলিশ।