দুবরাজপুরের ইসলাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত বীরভূম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ট্রফি-র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো সোমবার। গত ১৪ ডিসেম্বর থেকে বীরভূম জেলার ১৬টি ক্রিকেট দলকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় বোলপুর ইয়ুথ টাউন ক্লাব ও দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। ২০ ওভারের ফাইনাল ম্যাচে জয়লাভ করে বোলপুর ইয়ুথ টাউন ক্লাব। জমকালো ফাইনাল অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।