বহরমপুর: মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেনকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হল, জানালেন কংগ্রেস মুখপাত্র
মুর্শিদাবাদ জেলা সদর শহর বহরমপুর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। সোমবার দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ বহরমপুর কংগ্রেস ভবনের সাংবাদিক বৈঠক করে জয়ন্ত দাস জানান কংগ্রেস দল থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা 2021 সালের বিধানসভা নির্বাচনে নওদা বিধানসভার কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন মধুকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে।