ঝালদা ২: CPI(M) ও কংগ্রেস ছেড়ে কোটশীলা পার্টি অফিসে BJP-তে যোগ দিলো ৪১টি পরিবার, উপস্থিত সাংসদ, বিধায়ক জেলা সভাপতি
জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম দল ছেড়ে ঝালদা ২ নম্বর ব্লক এলাকার একাধিক গ্রামের প্রায় ৪১ টি পরিবারের লোকজন যোগদান করলেন বিজেপি দলে । আজ বিকালে কোটশীলা পার্টি অফিসে এক যোগদান সভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়ার সাংসদ, এলাকার বিধায়ক এবং জেলা বিজেপির সভাপতি ।