মন্তেশ্বর: সাতগেছিয়া ১ গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প
রাজ্য জুড়ে সাফল্যের সাথে চলছে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প। প্রশাসন ও জনপ্রতিনিধিরা একদম পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন। সেখানে তাঁরা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন। প্রতিটি মানুষ সরকারী পরিষেবা সঠিক ভাবে পাচ্ছে কিনা দেখছেন এবং সাথে সাথে সমাধান করার চেষ্টা করছেন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অধীনে পুজোর ছুটির পর আবার শুরু হয়েছে এই কর্মসূচী। শুক্রবার সকালে সাতগেছিয়া ১ গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে এই ক্যাম্প।