কাশীপুর: তালাজুড়ি-ইন্দ্রাবীল রাস্তায় অবৈধভাবে বালি পাচারের অভিযোগে বালি ভর্তি চারটি ট্রাক্টর আটক কাশীপুর থানা এলাকায়
অবৈধভাবে বালি পাচারের অভিযোগে বালি ভর্তি চারটি ট্রাক্টর আটক কাশীপুর থানা এলাকায়।মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় অভিযান চালিয়ে বালি ভর্তি ট্রাক্টর গুলি আটক করে।কাশীপুর ব্লকের তালাজুড়ি- ইন্দ্রবীল রাস্তায় পুলিশ ওই চারটি বালি ভর্তি ট্রাক্টর আটক করে কাশীপুর থানায় নিয়ে আসে।বালি তোলার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র ওই ট্রাক্টর গুলির কাছে ছিল না বলে অভিযোগ পুলিশের৷চালকরা পলাতক। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে চারটি ট্রাক্টরের চালক ও মালিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় ম