ব্যারাকপুর ২: খড়দহ রাসখোলা ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন, গঙ্গার ঘাটে উপস্থিত পৌর প্রধান সহ পৌর প্রতিনিধিরা
দশমীর সন্ধ্যা থেকে খড়দহ পৌরসভার অন্তর্গত রাস খোলা গঙ্গার ঘাটে শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রার মাধ্যমে খড়দহ এলাকার বিভিন্ন অঞ্চল থেকে দেবী দুর্গা সহ তার চার সন্তানকে নিয়ে আসা হয় খড়দহ রাসখোলা গঙ্গার ঘাটে যা দেখতে গঙ্গার ঘাটে ভিড় জমান কয়েকশো মানুষ প্রতিমা নিরঞ্জন সুস্থভাবে আয়োজন করতে খড়দহ পৌরসভা এবং খড়দহ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয় রাস্তা এবং গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে উপস্থিত রয়েছেন খড়দহ পৌরসভার পৌরপ্